জনপ্রিয় ৫টি ওয়ার্ডপ্রেস প্লাগইন। Best 5 Plugin For WordPress
1 min read

জনপ্রিয় ৫টি ওয়ার্ডপ্রেস প্লাগইন। Best 5 Plugin For WordPress

জনপ্রিয় ৫টি ওয়ার্ডপ্রেস প্লাগইন সম্পর্কে জানুন আজকের পোস্টে। আমরা যারা ব্লগার বা ওয়ার্ডপ্রেসের সাথে সম্পৃক্ত তারা সবাই ওয়ার্ডপ্রেস প্লাগইন সম্পর্কে কম বেশি জানি। ওয়ার্ডপ্রেস প্লাগইন হলো এমন AI টুলস যেগুলো ব্লগিংকে আরোও সহজ করতে ব্যবহৃত হয়। আজকের পোস্টে জনপ্রিয় ৫টি ওয়ার্ডপ্রেস প্লাগইন সম্পর্কে আলোচনা করব।

Litespeed cache/Wp Optimize

লাইট স্পিড ক্যাশে প্লাগইনটি হল ওয়ার্ডপ্রেস ইউজারদের নিকট একটি জনপ্রিয় টুলস। যেটি ব্যবহার করে আপনি খুব সহজে আপনার ওয়েবসাইটের স্পিড বাড়িয়ে নিতে পারবেন। এটি ব্যবহার করে আপনি image Optimize, remove cache, LCP, INP, CLS, FCP, TTFB সহ প্রায় সকল কিছু অপটিমাইজ করে নিতে পারবেন।

LiteSpeed Cache/Wp Optimize কেন প্রয়োজন

একটি ওয়েবসাইটকে গুগলের প্রথম পাতায় রেংক করানোর জন্য সেটিকে এসইও করা খুবই গুরুত্বপূর্ণ। আর এসইও এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো হচ্ছে সাইট অপটিমাইজেশন। যেটি আপনি LiteSpeed Cache/Wp Optimize যেকোন একটি টুলস ব্যবহার করে কোডিং ছাড়ায় করে নিতে পারবেন। এতে করে আপনার ওয়েবসাইটি Core Web Vitals Assessment passed হয়ে যাবে।

যার ফলে আপনার ওয়েবসাইটটি গুগলে খুব দ্রুত রেংক করব এবং আপনি খুব কম আর্টিকেলেও অনেক বেশি ভিজিটর পাবেন। সুতারা বলা যায় যে LiteSpeed Cache বা Wp Optimize আমাদের সাইটের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্লাগিন।

আরো পড়ুনঃ ডোমেইন হোস্টিং কি? কেন প্রয়োজন এবং কিভাবে কাজ করে?

Code Inserter

জনপ্রিয় ৫টি ওয়ার্ডপ্রেস প্লাগইন এর মধ্যে Code Inserter আমাদের আজকের আলোচনার দুই নম্বর অবস্থানে রয়েছে। একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্য কোড ইন্সাটার প্লাগইনটি খুবই গুরুত্বপূর্ণ। কেননা অনেক সময় আমাদের ওয়েবসাইটে বিভিন্ন ধরনের কোড যুক্ত করার প্রয়োজন হয়ে পড়ে। যেমন: Google search console ownership verification code, Google Analytics, Google AdSense verification কোড সহ আরোও নানা ধরনের Custom html, Javascript, CSS Code ইত্যাদি।

Insert Headers and Footer কেন প্রয়োজন

Insert Headers and Footer যেহেতু একটি Web Plugin তাই এটি খুব সহজে ব্যবহার করা যায়। বিশেষ করে আমরা যারা নতুন ব্লগার বা যাদের কোডিং সম্পর্কে তেমন কোন ধারণা নেই। তাদের জন্য Insert Headers and Footer খুবই গুরুত্বপূর্ণ। কেননা অনেক সময় আমরা ইউটিউব দেখে নিজেদের ওয়েবসাইটে বিভিন্ন ধরনের কোড যুক্ত করি। যেগুলো মাঝে মাঝে Break করে। ফলে আমাদের সাইটের বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়।

আপনি যদি কোড গুলো সরাসরি Theme Editor থেকে যুক্ত করেন। তখন একটু ভুল হলেই সেটি সম্পূর্ণ সাইটকে ভেঙ্গে দিতে পারে বা সাইট রান করাতে বাধাঁ সৃষ্টি করতে পারে। অন্যদিক কোডিং না জানার কারণে লক্ষ লক্ষ কোড থেকে আমাদের কোডটি সরানো সমস্যা হয়ে পড়ে।

এমতবস্থায় আপনি যদি কোড Inserter প্লাগইন ব্যবহার করে কোডটি বাসান। তাহলে সেটি খুব সহজে Identify করতে পারবেন এবং নিজের প্রয়োজনে সেটিকে সরাতে ও যুক্ত করতে পারবেন। এতে করে কোডে কোন ধরনের ভুল হলেও সেটি সরিয়ে নতুন কোড এড করতে পারবেন।

Jetpack প্লাগইন

জনপ্রিয় ৫ টি ওয়ার্ডপ্রেস প্লাগইন এর মধ্যে আমাদের আলোচনার তিন নম্বর অবস্থানে রয়েছে Jetpack প্লাগইনটি। এটি ব্যবহার করে একজন ইউজার খুব সহজে তার ওয়েবসাইটের Traffic Analytics চেক করতে পারবে। বিশেষ করে সাইটে প্রতিদিন কত জন মানুষ ভিজিট করছে। কোন পোস্টে কতজন মানুষ ভিজিট করছে। কোন ডিভাই থেকে বা কোন দেশ থেকে কতজন মানুষ ভিজিট করছে। এসব বিষয়ে জানা যাবে খুব সহজে। এছাড়াও প্লাগইনটি ব্যবহার করে সাইটের ভিজিটর বৃদ্ধি, Invalid traffic কন্ট্রোল সহ আরোও নানা সুবিধা নিতে পারবেন একজন ইউজার।

RankMath SEO/ Yoast SEO

আপনার আর্টিকেল কে গুগলের প্রথম পাতায় রেংক করাতে। অথবা আর্টিকেলের এসইও স্কোর চেক করতে RankMath SEO বা Yoast SEO প্লাগইন এর ভূমিকা অপরিসীম। আপনি একজন নতুন বা পুরাতোন যেই লেভেলের রাইটার হোন না কেনো আপনার প্রতিটি আর্টিকেল ছাড়ার আগে সেগুলোর এসইও স্কোর যাচাই করা জরুরি।

আরো পড়ুনঃ কন্টেন্ট রাইটিং কি? কন্টেন্ট লেখার নিয়ম ও ইনকাম করার উপায়

এতে করে আপনার আর্টিকেলটি গুগলে রেংক করবে এবং সেগুলো থেকে প্রচুর ট্রাফিক পাবেন। এসব প্লগইন আপনাকে একটি সঠিক টাইটেল তৈরি, ফোকাস কিওয়ার্ড, ট্যাগ, মেটা ডিসক্রিপশন তৈরি সহ একটি আর্টিকেলকে পরিপূর্ণ এসইও করতে সাহায্য করে।

UpdraftPlus Backups

আমাদের সর্বশেষ আলোচনায় রয়েছে UpdraftPlus Backups প্লাগইনটি। এটি অন্যসব প্লাগইন থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্লাগইন। এটি ব্যবহার করে আপনার সাইটের খুব সহজে ব্যাকআপ নিতে পারবেন। বিভিন্ন প্রয়োজনে আমরা আমাদের ওয়েবসাইটকে আপডেট করি, এডিট করি, কাস্টমাইজ করি ও থিম পরিবর্তন করে থাকি।

কিন্তু ব্যাকআপ না থাকার কারণে আমরা আমাদের সাইটের এসব কাজ করা সময় আমাদের সাইটের সকল ডাটা হারিয়ে ফেলি। যার ফলে আমরা অনেক বড় ক্ষতির সম্মুখীন হই। আর এই সমস্যা থেকে মুক্তি দিবে UpdraftPlus Backups প্লাগইনটি। এটি ইন্সট করে একটিভ করে এটির সাহায্যে আপনি কোন কাজ করার আগে সাইটের ব্যাকআপ নিতে পারবেন।

এছাড়াও আপনি চাইলে প্লাগইনটি ব্যবহার করে সাইটের অট ব্যাকআপ মোড অন করে দিতে পারেন। এতে করে প্রতি ১ ঘন্টা পরপর অথবা ২৪ ঘন্টা পরপর আপনার সাইট অট ব্যকআপ হয়ে থাকবে। ফলে আপনি ব্যাকআপ নিতে ভুলে গেলেও কোন সমস্যা হবে না।

UpdraftPlus Backups প্লাগইন এর আরেকটি বিশেষত্ব হল এটি আপনি সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করতে পারবেন। এর জন্য আপনার কোন রকমের পে করতে হবে না। তবে অন্যসব ব্যকআপ প্লাগইন ব্যবহার করতে হলে আপনাকে সামান্য কিছু পরিমান হলেও অর্থ পে করা লাগে। যেটি এই প্লাগইন এর ক্ষেত্রে সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাচ্ছেন।

আশাকরি আজকের আর্টিকেলটি পড়ে জনপ্রিয় ৫টি ওয়ার্ডপ্রেস প্লাগইন সম্পর্কে জানতে পেরেছেন। এরকম আরো গুরুত্বপূর্ণ কনটেন্ট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে। ধন্যবাদ!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *