Chat GPT কি? চ্যাট জিপিটি থেকে অর্থ উপার্জনের সহজ পদ্ধতি
Chat GPT কি ও চ্যাট জিপিটি থেকে অর্থ উপার্জনের সহজ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্টে। সাম্প্রতিক সবচেয়ে বেশি আলোচিত ও জনপ্রিয় একটি AI টুলস হলো Chat GPT । আপনিও হয়তো ইতিমধ্যে চ্যাট জিপিটি সম্পর্কে শুনে থাকবেন। কিন্তু আসলে Chat GPT কি? এটি কিভাবে কাজ করে বা কিভাবে চ্যাট জিপিটিকে কাজে লাগিয়ে ইনকাম করা যায়। এসব বিষয়ে বিস্তারিত থাকছে আজকের পোস্টে। তাই ধৈর্য ধরে আর্টিকেলটি পড়ার অনুরোধ রইল।
Chat GPT কি? What is Chat GPT?
Chat GPT হল একটি AI (Artificial Intelligence) টুলস। যার সাহায্যে অনলাইন ভিত্তিক যেকোন বিষয়ে তাৎক্ষণিক সমাধান পাওয়া যাবে। এটির বিশেষত্ব হলো আপনি যদি চ্যাট জিপিটিকে কোন বিষয়ে প্রশ্ন করেন তাহলে সে তার কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে সেই বিষয়ে একটি সহজ সমাধান তুলে ধরবে। এতে করে আপনাকে আর গুগলে গিয়ে ভুড়ি ভুড়ি কনটেন্ট পড়তে হবে না। আপনি খুব সহজেই সেই বিষয় সম্পর্কে ধারণা পেয়ে যাবেন।
এছাড়াও চ্যাট জিপিটিকে দিয়ে রাইটিং, গণতিক হিসাব, কোডিং, ডেভেলপিং, এডিটিং সহ আরোও নানা কাজ করিয়ে নিতে পারবেন। তাই বলা চলে চ্যাট জিপিটি বর্তমান প্রজন্মের মানুষদের জন্য একটি আশীর্বাদ স্বরূপ।
চ্যাট জিপিটি থেকে অর্থ উপার্জনের সহজ পদ্ধতি
চ্যাট জিপিটি থেকে অর্থ উপার্জনের বিভিন্ন ধরনের উপায় রয়েছে। আজকের পোস্টে চ্যাট জিপিটি থেকে অর্থ উপার্জনের সহজ কিছু পদ্ধতি তুলে ধরব। যেগুলো ব্যবহার করে আপনিও চ্যাট জিপিটি থেকে অর্থ উপার্জন করতে পারবেন।

আর্টিকেল রাইটিং (Content writing)
চ্যাট জিপিটিকে কাজে লাগিয়ে ইনকাম করার সবচেয়ে সহজ মাধ্যম হলো কনটেন্ট রাইটিং বা আর্টিকেল রাইটিং। আপনি চাইলে চ্যাট জিপিটি ব্যবহার করে যেকোন বিষয়ে, খুব কম সময়ে, যেকোন ভাষায় কনটেন্ট তৈরি করে ইনকাম করতে পারবেন। বর্তমানে অনেকে চ্যাট জিপিটিকে কনটেন্ট রাইটিং এর কাজে লাগিয়ে ইনকাম করছে।
চ্যাট জিপিটিকে দিয়ে কনটেন্ট তৈরি করে ইনকাম করার জন্য প্রথমে আপনাকে চ্যাট জিপিটিতে একাউন্ট তৈরি করে নিতে হবে। আপনি Chat GPT ফ্রি অথবা পেইড ভার্সনকে এই কাজে ব্যবহার করতে পারবেন। তবে ফ্রি ভার্সনের চেয়ে পেইড ভার্সন ভালো কাজ দিবে। কিন্তু আপনি যেহেতু নতুন অবস্থায় এটি ব্যবহার করতে চাচ্ছন। তাই ফ্রি ভার্সনটি ব্যবহার করে দেখতে পারেন। চ্যাট জিপিটি ফ্রি ভার্সন ব্যবহার করেও আপনি কনটেন্ট তৈরি করে ইনকাম করতে পারবেন। চ্যাট জিটিপিতে একাউন্ট তৈরির পর এখন আপনার কাজ হবে আপনি কোন বিষয়ে আর্টিকেল তৈরি করতে চাচ্ছেন তা চ্যাট জিপিটিকে জানিয়ে দেয়া। তাহলে সে আপনার জন্য অত্যান্ত সাবলীল ভাষায় ৫০০-১০০০ শব্দের কনটেন্ট লিখে দিবে। আপনি চাইলে আপনার ইচ্ছে মতো কনটেন্ট বড় ছোট করে লিখিয়ে নিতে পারবেন।
কনটেন্ট তৈরির পর আপনি চাইলে সেটি নিজের ব্লগে বা অন্যদের নিকট বিক্রি করে ইনকাম করতে পারবেন। অথবা আপনি চাইলে ফাইবার, আপওয়ার্ক বা ফ্রিল্যান্সারের মতো বিভিন্ন মার্কেটপ্লেসে একজ কনটেন্ট রাইটার হিসেবে জয়ন করেও ইনকাম করতে পারবেন। এছাড়াও আপনি চ্যাট জিপিটি ব্যবহার করে ই-কমার্স বা অ্যাফিলিয়েটিং প্রডাক্ট ডেসক্রিপশন রাইটিং কাজ করেও ইনকাম করতে পারবেন। মোট কথা আপনি রাইটিং রিলেটেড যেকোন কাজ চ্যাট জিপিটিকে দিয়ে করিয়ে নিতে পারবেন। তারপর নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে ইনকাম করতে পারবেন।
রাইটিং বুক (Writing Book)
আপনি চাইলে চ্যাট জিপিটিকে ব্যবহার করে যে কোন বিষয় বই তৈরি করে ইনকাম করতে পারবেন। চ্যাটজিপিটি যেহেতু writing কাজটি সবচেয়ে বেশি ভালো জানে। তাই আপনি চাইলে এটিকে ব্যবহার করে একটি বই তৈরি করে নিতে পারেন। তারপর সেটি বিভিন্ন মার্কেটপ্লেসে অথবা পিডিএফ-এ কনভার্ট করি বিক্রি করে অনলাইন থেকে ইনকাম করতে পারবেন।
চ্যাট জিপিটিকে দিয়ে বই তৈরি করার জন্য প্রথমে আপনি কি ধরনের বই তৈরি করতে চান সেটি বেছে নিন। আপনি চাইলে গল্প, উপন্যাস, সাহিত্য কিংবা কবিতার বই তৈরি করে ইনকাম করতে পারবেন। ক্ষেত্রে আপনি চাইলে বাংলা ভাষা ছাড়াও ইংরেজি আরবি উর্দু বা হিন্দি যেকোনো ভাষায় book writing করে সেগুলো Amazon, ebay বা বাংলাদেশী ওয়েবসাইট Rokomari তে বিক্রি করে ইনকাম করতে পারবেন।

Content rewriter
আপনি যদি চ্যাট জিপিটি দিয়ে ইনকাম করতে চান তাহলে কনটেন্ট রিরাইটার হিসেবে কাজ করতে পারেন। কারণ Chat GPT এমন একটি AI টুলস যেটি মূহুত্বে পৃথিবীর যেকোন ভাষাকে ট্রান্সলেট বা রিরাইট করে দিতে সক্ষম। আর আপনি চ্যাট জিপিটির এই সুবিধাকে কাজে লাগিয়ে এক সাথে হাজার হাজার ওয়ার্ডকে রিরাইট করে দিতে পারবেন।
আরো পড়ুনঃ ডোমেইন হোস্টিং কি? কেন প্রয়োজন এবং কিভাবে কাজ করে?
আপনি আপনার এই সার্ভিস বিভিন্ন মার্কেটেপ্লেসে বিক্রি করে মোটা অংকের টাকা উপার্জন করতে পারবেন। কাজটি করার জন্য আপনার কোন রকমের দক্ষতার প্রয়োজন হবে না। সুধু মাত্র আপনার ক্লাইন্ট থেকে কাজটি বুঝে নিয়ে সেটি চ্যাট জিপিটিকে দিয়ে রিরাইট করে আবার ক্লাইন্টকে বুঝিয়ে দিবেন। এ টোটাল কাজটি করতে আপনার সর্বোচ্চ ১৫-২০ মিনিট লাগার কথা নয়। কিন্তু আপনি এর বিনিময় কমপক্ষে ২০-৫০$ বেশি ইনকাম করতে পারবেন। যেটি বাংলাদেশি টাকায় প্রায় ২ থেকে ৫ হাজার টাকার সমান।
ভিডিও কনটেন্ট তৈরি করে ইনকাম
আপনি হয়তো শুনে থাকবেন বর্তমানে Youtube থেকে প্রতিনিয়ত কনটেন্ট ক্রিয়েটরসরা হাজার হাজার টাকা উপার্জন করছে। আপনিও যদি ইউটিউব থেকে ইনকাম করতে চান। তাহলে এই কাজে আপনাকে চ্যাট জিপিটি সাহায্য করতে পারে। আপনার যদি কনটেন্ট তৈরি করার কোন রকমের দক্ষতা নাও থাকে। তারপরও আপনি Chat GPT দিয়ে কন্টেন তৈরি করে ইউটিউবে আপলোড করে ইনকাম করতে পারবেন।
এর জন্য আপনি চ্যাট জিপিটি ব্যবহার করে আপনার কনটেন্ট স্ক্রিপ্ট লিখে নিতে পারেন। তারপর সেই স্ক্রিপ্ট অনুসারে ভিডিও তৈরি করে আপনি অনেক বেশি অর্থ উপার্জন করতে পারবেন। এছাড়াও আপনার কন্টেন্ট এসইও, মার্কেটিং সহ প্রায় সকল কাজে চ্যাট জিপিটির সাহায্য নিতে পারেন। এতে করে খুব সহজে Youtube জনপ্রিয় হয়ে উঠতে পারবেন।



